Wellcome to National Portal

***  জেলা সঞ্চয় অফিস/ব্যুরো,কুমিল্লা আপনাদের সেবায় নিয়োজিত, আমাদের সেবা গ্রহণে আপনাকে স্বাগতম । আমাদের সেবা সম্পর্কে জানতে আমাদের হেল্পলাইন নম্বর ০২৩৩৪৪০৩৩০১ এ কল করুন  ***

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

***For the financial year 2022-23, tax certificates at source deducted from the profit earned on the savings certificates are being distributed from District Savings Offices/Bureaus and Special Bureau offices.***

পূর্ণ মেয়াদান্তে পরিবার সঞ্চয়পত্র মুনাফার হার: ১১.৫২%, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে মুনাফার হার: ১১.০৪%,পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে মুনাফার হার: ১১.২৮% এবং পেনশনার সঞ্চয়পত্রে মুনাফার হার: ১১.৭৬%  


at a glance

কুমিল্লা জেলা (আদিনাম কমলাঙ্ক এর অপভ্রংশ, যার অর্থ পদ্মফুলের দীঘি) বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি খাদি কাপড় ও রসমালাইয়ের জন্য বিখ্যাত। উপজেলার সংখ্যানুসারে কুমিল্লা বাংলাদেশের একটি “এ” শ্রেণিভুক্ত একটি জেলা।জেলা সঞ্চয় অফিস, কুমিল্লা- অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, জাতীয় সঞ্চয় অধিদপ্তর, প্রধান কার্যালয়,ঢাকার অধীনস্থ জাতীয় সঞ্চয় বিভাগীয় কার্যালয়,চট্টগ্রাম বিভাগের একটি কার্যালয়। অত্র কার্যালয়ের বিভিন্ন কার্যাবলীর মধ্যে অন্যতম কাজগুলো হচ্ছে- জনগণকে সঞ্চয়ে উদ্ধুদ্ধকরণ এবং বিক্ষিপ্তভাবে ছড়িয়ে-ছিটিয়ে থাকা জনগণের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলোকে জাতীয় সঞ্চয় প্রকল্পের মাধ্যমে আহরণ করে সরকারের ঘাটতি বাজেটে অর্থায়ন করা; দেশের স্বপ্ল আয়ের জনগণের মধ্যে সঞ্চয়ের প্রবণতা বৃদ্ধি করার মা্ধ্যমে জাতীয় সঞ্চয় বৃদ্ধি; সঞ্চয় প্রকল্প সমূহের মাধ্যমে দেশের বিশেষ জনগোষ্ঠী যেমন- মহিলা, বয়োজ্যেষ্ঠ নাগরিক, অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা, প্রবাসী বাংলাদেশী, শারীরিক প্র্তিবন্ধী ও সমাজের অনগ্রসর জনগোষ্ঠীকে আর্থিক ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনয়ন; বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা।

*****  সঞ্চয়ের অভ্যাস করি;

সমৃদ্ধ জীবন গড়ি   *****


জেলা সঞ্চয় অফিস/ব্যুরো,কুমিল্লা ।

ই-মেইলঃ https://savings.comilla.gov.bd