Wellcome to National Portal

*** সঞ্চয়পত্রের প্রত্যয়নপত্র গ্রহনের জন্য DESHBORD  এ টেক্স(প্রত্যয়নপত্র) ম্যানেজমেন্ট সিস্টেম ক্লিক করে প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে Sumit করুন ।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

***২০২৩-২৪ অর্থবছরে সঞ্চয়পত্রের অর্জিত মুনাফা হতে কর্তিত উৎসে কর প্রত্যয়নপত্র জেলা সঞ্চয় অফিস/ব্যুরো ও বিশেষ ব্যুরো অফিসসমূহ হতে বিতরণ করা হচ্ছে।***

**** ০১ ডিসেম্বর২০২৪ খ্রিহতে সঞ্চয়পত্রের পুন:বিনিয়োগ সুবিধা চালু হয়েছে। পুন:বিনিয়োগ সুবিধা পেতে সঞ্চয়পত্রের মেয়াদপূর্তির পূর্বে ইস্যু অফিসে আবেদন করার বাধ্যবাধকতা রয়েছে। গ্রাহক স্বশরীরে উপস্থিত হয়ে আবেদন না করলে পুন:বিনিয়োগ সুবিধা পাবেন না। *** পেনশনার সঞ্চয়পত্রের বিনিয়োগকারীগণ  ডিসেম্বর২০২৪ খ্রিহতে প্রতি মাসে মুনাফা প্রাপ্য হবেন। উল্লেখ্য ০১ ডিসেম্বর২০২৪ খ্রিতারিখের আগে ক্রয়কৃত পেনশনার সঞ্চয়পত্র ও এই সুবিধার আওতায় আসবে।****


অভ্যন্তরীণ সেবা সমুহ

সেবা গ্রহনে আপনার করনীয়

নং
বিবরণ
প্রযোজনীয় কাগজপত্র সমুহ
০১  বিনিয়োগকারীর মৃত্যুজনিত কারনে নমিনির কি করনীয়
০২
 সঞ্চয়পত্র হারাইয়া গেলে কি করনীয়
০৩  ব্যাংক হিসাব পরিবর্তনে কি করনীয়
০৪  নমিনি পরিবর্তনে কি করনীয়
০৫  সঞ্চয়পত্র ক্রয়ের জন্য কি কি প্রয়োজন

*****  সঞ্চয়ের অভ্যাস করি;

সমৃদ্ধ জীবন গড়ি   *****


জেলা সঞ্চয় অফিস/ব্যুরো,কুমিল্লা ।

ই-মেইলঃ https://savings.comilla.gov.bd